Site icon Jamuna Television

মাঝ আকাশে অসুস্থ যাত্রীর সেবা করে মোদির প্রশংসায় ভাসছেন ভারতীয় মন্ত্রী

ছবি: সংগৃহীত।

মাঝ আকাশে অসুস্থ সহযাত্রীর চিকিৎসা করে প্রশংসিত হলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাড। ইন্ডিগো বিমান সংস্থার বিমানে মঙ্গলবার (১৬ নভেম্বর) ঘটেছে এই ঘটনা। নিজের সহকর্মীর এই কাজে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি ইন্ডিগোর টুইট শেয়ার করে প্রশংসা করেছেন ভাগবতের।

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে জানা যায়, ভাগবত কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মহারাষ্ট্র থেকে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। মন্ত্রী ভাগবত পেশায় চিকিৎসক। তিনি মঙ্গলবার যাচ্ছিলেন দিল্লি থেকে মুম্বাই। ইন্ডিগোর বিমানে। মাঝপথে বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তা দেখে ওই ব্যক্তির চিকিৎসা করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।

প্রতিবেদনে জানা যায়, বিমানের আসনে শুয়ে আছেন অসুস্থ যাত্রী এবং ভাগবত তাকে পরীক্ষা করছেন। এ নিয়ে তিনি বলেছেন, ওই ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল। খুব ঘামছিলেন। এখন ঠিক আছেন। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরই সুস্থ হন বিমানের ওই যাত্রী।

ইন্ডিগো নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে গোটা ঘটনার কথা বলে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রীকে। সেই টুইট শেয়ার করে মোদি লিখেছেন, হৃদয়ে তিনি সর্বদা চিকিৎসক। দারুণ কাজ আমার সহকর্মীর।

Exit mobile version