Site icon Jamuna Television

অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে খালেদা জিয়াকে

ফাইল ছবি।

অনেকদিন ধরেই অসুস্থ বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসনের। তবে তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে বলে জানা গেছে।

এদিকে অসুস্থ বিএনপি চেয়ারপাসনকে দেখতে হাসপাতালে গেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছেন তিনি।

এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। করোনা আক্রান্ত হওয়ার পর এই নিয়ে তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এর আগে গেলো ১২ অক্টোবর ২৬ দিন হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন।

ইউএইচ/

Exit mobile version