Site icon Jamuna Television

বিয়ের আগেই হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রতীকী ছবি।

বিয়ের তারিখ ঠিক হয়েছিল। তারপর হবু স্ত্রীকে ফাঁকা বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে হবু স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, একইদিনে তিনবার ধর্ষণ করা হয়েছে ওই নারীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে জানা যায়, ঘটনার জেরে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নারী। হবু স্বামী সোনারপুরের হবুবহু ঘাসিয়াড়ার বাসিন্দা অভিজিৎ সর্দার সেই নারীকে মারধর ও জোর করে ঘরে আটকে রাখে এবং খুনের হুমকি দেয়। এর পাশাপাশি ওই যুবতীর অভিযোগ, তাকে ভয় দেখিয়ে জোর করে গর্ভপাত করানো হয়।

জানা গেছে, অভিজিৎ সর্দার কলকাতা শহরের একটি নাইট ক্লাবের বার ম্যানেজার। ঘটনায় সোমবার (১৫ নভেম্বর) রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেড় বছর আগে তাদের আলাপ হয়। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবার একসাথে আলোচনা করে আগামী ২৯ নভেম্বর তাদের বিয়ের তারিখও ঠিক করে।

ওই নারীর অভিযোগ, আগস্টে বাবা ও মায়ের সাথে বিয়ে নিয়ে কিছু জরুরি আলোচনার নামে ফাঁকা বাড়িতে ডেকে তাকে জোর করে ধর্ষণ করে অভিজিৎ। পরে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে অভিজিতের পরিবারের লোকেরা তাকে বাড়ি ডেকে নিয়ে আসে। সেখানে মারধর করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

Exit mobile version