Site icon Jamuna Television

সাড়ে ৩ কোটি ডলারে বিক্রি হলো ফ্রিদা কাহলোর আত্মপ্রতিকৃতি

প্রায় তিনশ' কোটি টাকায় বিক্রি হয়েছে ছবিটি।

প্রায় সাড়ে তিন কোটি ডলারে বিক্রি হলো ফ্রিদা কাহলোর আঁকা নিজ প্রতিকৃতি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক নিলামে চিত্রকর্মটি তোলা হয়।

এর ফলে লাতিন আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া শিল্পকর্মের রেকর্ড গড়লো ‘দিয়েগো ই ইয়ো’ নামের ছবিটি। টাকার হিসাবে যা প্রায় ৩০০ কোটি।

নিলামের আয়োজন করে জনপ্রিয় প্রতিষ্ঠান- সোথবি। একে ফ্রিদা কাহলোর অন্যতম কাজ হিসেবে আখ্যা দেয় প্রতিষ্ঠানটি। বিংশ শতাব্দীর জনপ্রিয় শিল্পী ফ্রিদা কাহলো। আত্ম-প্রতিকৃতি আঁকার জন্য তিনি বিখ্যাত। ছবিটিতে ছল ছল চোখের কাহলোকে দেখা যায়। আর তার চোখের ওপর রয়েছে তার স্বামী দিয়েগো রিভেরার প্রতিকৃতি।

ইউএইচ/

Exit mobile version