Site icon Jamuna Television

শর্ত দিয়ে তবেই শুটিংয়ে ফিরলেন শাহরুখ

ছবি: সংগৃহীত।

আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছেলে আর্থার রোড জেলে থাকার সময় একবার মাত্র এসেছিলেন জনসম্মুখে, ছেলের সাথে জেলে দেখা করতে যাওয়ার সময়। নিজের জন্মদিনেও মান্নাতের ছাদে বা ব্যালকনিতে এবার দেখা মেলেনি তার। সব শুটিং বাতিল করেছিলেন পরিবারের জন্য।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আগেই জানা গিয়েছিল ছেলে বাসায় ফিরলে তবে শুটিংয়ে ফিরবেন শাহরুখ। আর সেই অনুযায়ী আটকে থাকা সব শুটিং তিনি শুরু করেছেন ধীরে ধীরে। বলিউডের একটি সূত্র জানিয়েছে, এবার শুটিং করার জন্য শাহরুখ কিছু শর্ত রেখেছেন পরিচালকদের কাছে। একটানা শিডিউল না রেখে ছোট ছোট শিডিউলে ভাগ করে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

শাহরুখের এমনও অনুরোধ রেখেছেন যাতে, অন্যান্য অভিনেতাদের শুটিং সেরে নেয়ার পর যেন তার ডেট দেয়া হয়। এতে কারও কাজ আটকে থাকবে না। আর তিনিও পরিবারের সাথে থেকেও কাজ সামলাতে পারবেন।

Exit mobile version