Site icon Jamuna Television

সন্তান নিয়ে পলাতক বাংলাদেশি বাবা; ভারতীয় মায়ের রিটে হাজির হওয়ার নির্দেশ আদালতের

ভারতীয় মায়ের করা রিট আবেদনে পলাতক বাবা শাহিনুর নবীসহ শিশুকে রোববার বিকেল ৩টায় হাইকোর্টে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২৫ আগস্ট হাইকোর্ট আদেশ দেয় সন্তান মার কাছে থাকবে এবং বাবা চাইলে সপ্তাহে তিন দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা সন্তানের সঙ্গে সময় কাটাতে পারবেন। সে মোতাবেক মা ও সন্তান অবস্থান করছিলেন গুলশান ক্লাবে। কিন্তু বেড়ানোর কথা বলে হঠাৎ করেই বাবা শাহিনুর ৩ বছর বয়সী সেই সন্তানকে নিয়ে পালিয়ে যান। সেইসঙ্গে মামলা করেন মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৪ নভেম্বর আদালতে রিট করেন সন্তানের ভারতীয় মা সাদিকা সাঈদ শেখ।

উল্লেখ্য, সাদিকা সাঈদ ভারতের হায়দরাবাদের বাসিন্দা। ২০১৭ সালে একটি বিয়েভিত্তিক সাইটের মাধ্যমে ঢাকার বারিধারা নিবাসী ধনাঢ্য পরিবারের সন্তান শাহিনুর টিআইএম নবীর পরিচয় ও পরবর্তীতে বিয়ে হয়। একসাথে কুয়ায়ালামপুরে থিতু হন তারা। পুত্রসন্তানের জন্মের পর ধীরে ধীরে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। স্বামীর বিরুদ্ধে মারধোর ও ভারতীয় স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবার অভিযোগ আনেন সাদিকা।

এরপর মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড)-এর মধ্যস্থতায় আদালতের মামলা দায়েরের পর স্ত্রী সাদিকা সাঈদকে তালাক দেন স্বামী শাহিনুর নবী। এরপর থেকেই সন্তানের জিম্মা নিয়ে চলে আসছে আইনী লড়াই।

এদিকে গত সোমবার ঐ শিশুকে মঙ্গলবারের মধ্যে মায়ের আইনজীবীর কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু শিশুটির বাবা শাহিনুর আইনজীবীর সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এ কারণে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া নিজেকে প্রত্যাহার করে নেন।

Exit mobile version