Site icon Jamuna Television

অ্যাশেজের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার, ফিরলেন খাজা

ছবি: সংগৃহীত

মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য টিম পেইনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রায় দুই বছরের বেশি সময় পর দলে ফিরেছেন উসমান খাজা।

ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরমেন্স করায় অজি দলে আবারও সুযোগ পেলেন এই বাঁহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে প্রায় ৬৮ গড়ে করেছেন ৪০৪ রান। প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ডেভিড ওয়ার্নারের সাথে ওপেনিংয়ে নামবেন মার্কাস হ্যারিস।

৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৬ ডিসেম্বর থেকে। ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দলের বাকি সদস্যরা হলেন- প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসের, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও মিচেল সোয়েপসন।

Exit mobile version