Site icon Jamuna Television

জয়পুরে ভারতের বিরুদ্ধে মাঠে নামছে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনাল খেলার তিন দিনের মধ্যেই নিউজিল্যান্ড মাঠে নামছে স্বাগতিক ভারতের বিপক্ষে। জয়পুরে আজ শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা।

তবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন থাকছেন না এই টি-টোয়েন্টি সিরিজে। টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতেই তার এমন সিদ্ধান্ত। তার বদলে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া পেসার লকি ফার্গুসন ফিরেছেন।

তবে ভারতের হয়ে এই সিরিজে খেলছেন না রোহিত শর্মা, বুমরাহ, রিশাভ পান্ত আর মোহাম্মদ শামির মত নিয়মিত ক্রিকেটাররা। সিরিজের পরের দুটি ম্যাচ হবে রাঁচি আর কলকাতায়। সবশেষ দেখায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল কিউইরা।

Exit mobile version