Site icon Jamuna Television

অল্পের জন্য অভিশংসনের হাত থেকে রক্ষা পেলেন চিলির প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

অভিশংসনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পাইনেরা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) আইনপ্রেণেতাদের ভোটাভুটির পর প্রেসিডেন্ট পদে তার বহাল থাকার বিষয়টি নিশ্চিত হয়।

দেশটির আসন্ন জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেন অনেকে। এছাড়াও এতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কাও তাদের। অভিশংসন নিশ্চিতে ভোট প্রয়োজন ছিল ২৯টি। তবে এর পক্ষে ভোট দেন ২৪ জন আইনপ্রণেতা ও বিপক্ষে ভোট দেন ১৮ জন। ফলে এ দফায় রক্ষা পেলেন চিলির এ নেতা। অভিশংসিত হলে ৫ বছরের কারাদণ্ড হবার আশঙ্কাও ছিল তার।

এর আগে খনি কোম্পানি বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে এ নেতার বিরুদ্ধে। এরপরই তার পদত্যাগ দাবিতে সরব হয় দেশটির জনগণ।

Exit mobile version