Site icon Jamuna Television

অতিরিক্ত ভাড়া আদায়ে ২ লক্ষ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ

ফাইল ছবি।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বুধবার (১৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত ৬০ টি ডিজেল চালিত বাসকে ২ লক্ষ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে। মাত্রাতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধের পুনরাবৃত্তির জন্য ৩টি গাড়িকে জাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালত আজ ২৩০টি ডিজেল ও ২৬টি সিএনজি চালিত মোট ২৫৬টি বাস-মিনিবাস পরিদর্শন ও তল্লাশি করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ৬০টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে ভাড়ত্তি ভাড়া নেয়ার অপরাধ প্রমাণ পাওয়া যায় এবং জরিমানকা ও মামলা করা হয়।

Exit mobile version