
দূষিত শহরের তালিকার শীর্ষে এখন পাকিস্তানের লাহোর।
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন পাকিস্তানের লাহোর। আজ বুধবার (১৭ নভেম্বর) একটি আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে।
সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষক কোম্পানি ‘আইকিউ এয়ার’ জানিয়েছে, লাহোরের বায়ুমান ৩৪৮, অথচ বায়ুমানের বিপদজনক স্তর শুরু হয় ৩০০ থেকে। পাকিস্তানের লাহোর দেশটির একটি অন্যতম ঘনবসতি সম্পন্ন শহর, অন্তত এক কোটি ১০ লাখ লোকের বসবাস এ শহরে।

উল্লেখ্য, গত এক দশক যাবত বিশ্বের সবচেয়ে দূষিততম শহরের তালিকায় নিয়মিতই দেখা যায় লাহোরের নাম। আর সাম্প্রতিক বছরগুলোতে সমগ্র পাকিস্তানের বায়ুদূষণ নিয়েছে আরও বেশি ভয়াবহ রূপ। দেশটির পরিবেশবিদরা এ নজিরবিহীন বায়ুদূষণের কারণ হিসেবে জ্বালানি স্বরূপ নিম্নমানের ডিজেলের ব্যবহার, ও শস্য পুড়িয়ে সৃষ্ট ধোঁয়াকে দায়ী করছেন।
লাহোরের বায়ুর মান এতটাই খারাপ যে নগরবাসীদের অধিকাংশই আক্রান্ত বায়ুদূষণজনিত বিভিন্ন রোগে। লাহোরের বাসিন্দা মোহাম্মদ সাঈদ বলেন, আমার বাচ্চারা শ্বাসকষ্টে ভুগছে। ওদের যন্ত্রণা আমি আর মানতে পারছি না, আপনারা প্লিজ এর একটা সমাধান বের করুন।

পেশায় মুদি দোকানী ও দুই পুরুষ ধরে লাহোরে বাস করছেন ইকরাম আহমেদ। সাম্প্রতিক বায়ুদূষণের রেকর্ড প্রসঙ্গে তিনি বলেন, এ শহরেই আমার জন্ম ও বড় হওয়া। শহরের জনসংখ্যা প্রতিদিন বাড়ছে, দূষণও বাড়ছে। বহুবছর ধরে বাস করছি লাহোরে কিন্তু পরিবেশ আগে কখনও এত খারাপ হতে দেখিনি। সত্যি বলতে আমরা গরীব লোক, বাতাসের কারণে যেসব রোগ হচ্ছে তার চিকিৎসা আমাদের জন্য খুবই ব্যয়বহুল। সত্যি বলতে, এভাবে বেঁচে থাকাটা খুব কঠিন।



Leave a reply