২০২২ কাতার বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার সুপার ক্ল্যাসিকো গোলশূন্য ড্র হয়েছে। আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা ব্রাজিলের সাথে এই ম্যাচে ড্র করার মাধ্যমে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের আগেই আর্জেন্টিনা দিয়েছে দারুণ এক বার্তা। অ্যারিথমিয়ায় আক্রান্ত স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর সুস্থতা কামনা করে একটি ব্যানার উন্মোচন করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছে আগুয়েরোর। অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথমিয়ায় ভুগছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ফলে অন্তত তিন মাস মাঠে নামতে পারবেন না তিনি। এই অসুস্থতার কারণে অবসর নিতেও বাধ্য হতে পারেন আগুয়েরো, এমনটা শোনা যাচ্ছে বিভিন্ন প্রতিবেদনে। তবে ব্রাজিল ম্যাচের আগে মেসির দল বিশাল এক ব্যানারে তাদের সতীর্থের জন্য জানিয়ে রাখলো সমর্থন ও শুভ কামনা। ব্যানারে লেখা ছিল, ‘কুন, আমরা তোমার সাথে আছি’। আর্জেন্টিনার জার্সি গায়ে গোল করার পর আগুয়েরোর উল্লাসরত এক ছবি ছিল সেই ব্যানারে। এই ছবিটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। সার্জিও আগুয়েরো নিজেও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছেন।
গত অক্টোবরে আলাভেসের সাথে লা লিগার ম্যাচে শ্বাসজনিত জটিলতার কারণে মাঠেই মিনিটখানেক চিকিৎসা নেয়ার পর হাসপাতালে নেয়া হয় বার্সেলোনা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোকে। এরপর, প্যাথোলজি রিপোর্ট অনুসারে জানানো হয়, অবসরের কথা ভাবতে হতে পারে আগুয়েরোকে। কারণ হৃদযন্ত্রের জটিলতা পূর্বের ধারণার চেয়েও বেশি প্রকট। তাই বার্সা যে পর্যায়ের ফুটবল খেলে, পেশাদার ফুটবলের সেই পর্যায়ে খেলে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে এই ম্যানসিটি কিংবদন্তির জন্য।

