Site icon Jamuna Television

সংসদের ১৭তম অধিবেশন বসছে

আগামীকাল রোববার বসছে দশম সংসদের ১৭ তম অধিবেশন। এই অধিবেশনে ৩টি বিল পাস হতে পারে। তবে এবারের অধিবেশন উত্তপ্ত থাকতে পারে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে।

প্রায় দু’মাস পর বসা এ অধিবেশনে পাশ হতে পারে তিনটি বিল। এর মধ্যে রয়েছে কোড অব সিভিল প্রসিডিউর বিল, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প বিল এবং স্থাবর সম্পত্তি অধিগ্রহন ও হুকুম দখল বিল। এছাড়া আরো ১১টি বিল সংসদে উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ।

তবে এসব আইন ও বিলের চেয়ে এবারের অধিবেশন উত্তপ্ত থাকবে ষোড়শ সংশোধনীর রায় ও পর্যবেক্ষণ নিয়ে। আলোচনা হতে পারে রোহিঙ্গা ইস্যুতেও।

 

Exit mobile version