Site icon Jamuna Television

জাতীয় লিগে বোলিং করলেন লিটন দাস

লিটন দাস। ফাইল ছবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ও ক্যাচিংয়ে ব্যর্থতার কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। এবার আলোচনায় আসলেন চলমান জাতীয় ক্রিকেট লিগে বোলিং করে।

লিটন দাস মূলত একজন উইকেটকিপার ব্যাটসম্যান। উইকেটকিপারদের সাধারণত বল করতে দেখা যায় না। উপরন্তু বাংলাদেশের ক্রিকেটে প্রায় এক দশক খেললেও কখনো বোলিং করতে দেখা যায়নি তাকে।

বুধবার (১৭ নভেম্বর) জাতীয় লিগে রংপুর বিভাগের হয়ে দিনের শুরুতে ব্যাট করতে নামেন লিটন। আগের দিনের করা ২৪ রান নিয়ে মাঠে নেমে আজ রান করতে পারেননি। তবে ঢাকার বিপক্ষে ৩ ওভার হাত ঘোরান তিনি। যদিও ১৪ রান দিয়ে উইকেটশূন্যই থাকতে হয়েছে লিটনকে।

এদিন জাতীয় লিগে ড্র হয়েছে ঢাকা-রংপুরের মধ্যকার ম্যাচ। নিজেদের প্রথম ইনিংসে ২২২ রানে ইনিংস ঘোষণা করে রংপুর। আর ঢাকা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫৭ রান করলে ড্র মেনে নেয় দুই দল।

Exit mobile version