Site icon Jamuna Television

গাজীপুরে ২০০ কেজি চোলাই মদসহ গ্রেফতার ১

গাজীপুর:

গাজীপুরের টঙ্গীর কলেজগেইট এলাকা থেকে ২০০ কেজি চোলাই মদ, মদ তৈরির সরঞ্জামসহ একনজকে গ্রেফতার করেছে টঙ্গী থানা পুলিশ।

পুলিশ জানায়, গত কয়েক বছর যাবত টঙ্গীর কলেজগেইট এলাকায় মানিক বড়াল (৪০) নামের একজন চোলাই মদ তৈরি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির সরঞ্জামসহ তাকে আটক করা হয়। পরে তার তৈরি করা প্রায় ২০০ কেজি চোলাই মদ উদ্ধার করা হয়। এ নিয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version