Site icon Jamuna Television

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন চাপম্যান

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ক্রিকেট খেলোয়াড় হিসেবে একটি বিরল রেকর্ডের মালিক হলেন কিউই ব্যাটসম্যান মার্ক চাপম্যান। তিনিই প্রথম যিনি টি-টোয়েন্টিতে ভিন্ন দুইটি দেশের জাতীয় দলের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে হংকং জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সেখান থেকে নিউজিল্যান্ডে স্থানান্তরিত হন হংকংয়ে নিউজিল্যান্ড বাবা ও চাইনিজ মায়ের ঘরে জন্ম নেয়া চাপম্যান। একসময় পেয়ে যান কিউইদের জাতীয় দলের হয়ে খেলার সুযোগও।

২০১৫ সালে ওমানের বিপক্ষে ৬৩ রান করেছিলেন চাপম্যান। এরপর নিউজিল্যান্ডের হয়ে ভারতের বিপক্ষে আজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬৩ রান করেন এই তারকা। তবে ওমানের বিপক্ষে অপরাজিত থাকলেও আজকে আউট হন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিনের বলে।

যদিও চাপম্যানের এই ঝকঝকে ইনিংসেও ভারতের বিপক্ষে হার এড়াতে পারেনি নিউজিল্যান্ড। তার ৬৩ রান ও ওপেনার গাপটিলের ৭০ রানে ভারতের সামনে ১৬৫ রানের বড় লক্ষ্য দেয় কিউইরা। কিন্তু রোহিত শর্মার ৪৮ আর সূর্যকুমার যাদবের ৬২ রানের ইনিংসে ৫ উইকেটের জয় তুলে নেয় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

Exit mobile version