Site icon Jamuna Television

বাংলাদেশ সীমান্তে তিনটি ভাসমান বিওপি স্থাপন করলো বিএসএফ

নদীপথে নজরদারি জোরদার করতে বাংলাদেশ সীমান্তের নিকতবর্তী এলাকায় তিনটি ভাসমান বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপন করলো ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে দেশটির সুন্দরবন অঞ্চলে বাহিনীটির আরও তিনটি বিওপি রয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) কলকাতার বিএসএফ সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিএসএফের এডিজি ওয়াই বি খুরানিয়া।

অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে এসব বিওপি স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। ভারত-বাংলাদেশ যৌথ চুক্তি অনুযায়ী ওয়াটার ওয়েজ ওয়ানের সাথে যুক্ত কার্গো সুরক্ষা এবং সম্প্রতি দুই দেশের মধ্যে চালু হওয়া ক্রুজ শিপের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ।

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এসব বিওপির প্রত্যেকটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি রুপি। প্রতিটি বিওপিতে থাকবে ৫০ জন করে বিএসএফ সদস্য।

Exit mobile version