Site icon Jamuna Television

সেরা করদাতা হলেন তামিম-মাহমুদউল্লাহ ও সৌম্য

ছবি: সংগৃহীত

খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং সৌম্য সরকার। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

এই তালিকায় কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে তামিম ইকবালকে। এবার তার সঙ্গে যুক্ত হলেন মাহমুদউল্লাহ এবং সৌম্য। জাতীয় আয়কর দিবসে সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্সকার্ড দেয়া হবে।

এছাড়া বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্সকার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করেছে এনবিআর। এর আগে সাকিব আল হাসান এবং মাশরাফী সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন।

ইউএইচ/

Exit mobile version