Site icon Jamuna Television

আততায়ীর গুলিতে নিহত হয়েছেন র‍্যাপার ইয়াং ডলফ

ছবি: সংগৃহীত

নিজ শহরে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন মার্কিন র‍্যাপ তারকা ইয়াং ডলফ। বুধবার (১৭ নভেম্বর) টেনেসির মেমফিসে হয় এ হত্যাকাণ্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৬ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তার লাখ লাখ ভক্ত।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেলের দিকে স্থানীয় একটি বেকারিতে যান ডলফ। সেসময় একটি গাড়ি থেকে তাকে গুলি করে পালিয়ে যান বন্দুকধারী। হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এর আগে, ২০১৭-এর সেপ্টেম্বরেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন ডলফ। দু’সপ্তাহ চিকিৎসার পর সুস্থ হন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালে প্রকাশিত অ্যালবাম ‘রিচ স্লেভ’ মুক্তির পর তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। বিলবোর্ড টু হান্ড্রেডের চার নম্বর স্থানে উঠে আসেন এই তারকা। ২০১৬ সালেই হট চার্ট বিলবোর্ডের শীর্ষ ৫০ শিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন ইয়াং।

Exit mobile version