Site icon Jamuna Television

ফোন থেকে উধাও সাত হাজার ছবি, ৫০০ ভিডিও! নির্বিকার মিমি

মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

সাধের আইফোন থেকে সাত হাজার ছবি আর পাঁচশ ভিডিও মুছে যাওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও টালিউড নায়িকা মিমি চক্রবর্তী বুঝতে পারছেন না তিনি ‘আস্তে কাঁদবেন নাকি চিৎকার করে কাঁদবেন’। ছবিগুলো মুছে যাওয়ার পর টুইটারে ঠিক এই প্রতিক্রিয়াই জানিয়েছেন তিনি। খবর নিউজ এইটিনের।

টুইটারে মিমি লিখেছেন, সাত হাজার ছবি, ৫০০ ভিডিও মুছে গেছে। সব হারিয়ে গেলো। আমি কী করবো বুঝতে পারছি না! আস্তে কাঁদবো, নাকি চিৎকার করে কাঁদবো? পুনরুদ্ধারের সব রকম চেষ্টা করে দেখেছি। কোনো সাহায্য পাইনি।

চলতি বছরের সেপ্টেম্বরে নতুন ফোন কিনেছিলেন মিমি। কেনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আইফোন ১৩র ছবিও দিয়েছিলেন তিনি। অবশ্য আইফোন কর্তৃপক্ষ সাড়া না দিলেও টুইটারে নায়িকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নেটিজেনরা। ছবিগুলো উদ্ধারের নানা উপায় বাতলে দিয়েছেন অনেকেই। কিন্তু নিন্দুকদেরও কমতি নেই। তারা পোস্টের কমেন্টে মিমিকে ট্রোলও করেছেন। তবে সেসবে গুরুত্ব না দিয়ে আপাতত ছবিগুলি ফেরত পাওয়ার চেষ্টায় মরিয়া মিমি।

ইউএইচ/

Exit mobile version