Site icon Jamuna Television

পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার প্রতিরোধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গণপরিবহনে দুর্ব্যবহার প্রতিরোধ ও হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজ এলাকায় সড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে নিউমার্কেট ও আশপাশের এলাকায় ঘণ্টাখানেকের জন্য যান চলাচল বন্ধ থাকে। তেলের দাম ও বাস ভাড়া বাড়ার অজুহাতে গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। ৱ

তারা জানায়, আগেই এসব রুটে হাফ ভাড়ার ব্যবস্থা ছিল। কিন্তু পরিবহন শ্রমিকরা তা মানছে না। শিক্ষার্থীদের বাস থেকে জোর করে নামানোর অভিযোগও করে তারা। পরে পুলিশ এসে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

মালিক সমিতি শনিবারের মধ্যে সিদ্ধান্ত না দিলে আবারও অবরোধের ডাক দেয়া হবে বলেও জানায় শিক্ষার্থীরা।

Exit mobile version