Site icon Jamuna Television

আজারবাইজান কখনও একা ছিল না, ভবিষ্যতেও থাকবে না: তুরস্ক

ছবি: সংগৃহীত

আজারবাইজানের সাথে যুদ্ধে জড়ালে কোনোভাবেই জয় পাবে না আর্মেনিয়া। কারণ মুসলিম দেশটিকে সবসময় সহযোগিতা দিতে প্রস্তুত তুরস্ক।

বুধবার খোলাখুলি এ সমর্থন ব্যক্ত করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। কয়েকদিনের সীমান্ত সংঘাতে প্রাণ হারিয়েছেন আজারবাইজানের ৭ এবং আর্মেনিয়ার ১৩ জন সেনা সদস্য।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, তুরস্ক বরাবরই জোর গলায় বলে আসছে, আজারবাইজান কখনও একা ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আর্মেনিয়ার বোঝা উচিত, তাদের উসকানিমূলক আচরণ বৃথা যাচ্ছে। সহিংসতা নয় বরং স্থিতিশীলতার মাধ্যমেই তারা অর্জন করতে পারে প্রতিবেশীর মন। তুরস্ক আঞ্চলিক শান্তি চায়, সম্পর্ক স্বাভাবিকের মাধ্যমে ইতিহাসের নতুন পৃষ্ঠা লিখতে চায়।

ইউএইচ/

Exit mobile version