Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: প্রথম ম্যাচেই ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

শিরোপা ধরে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের খেলাটি।

১৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর কানাডার বিপক্ষে ২০ তারিখে পরবর্তী ম্যাচে মাঠে নামবে জুনিয়র টাইগাররা। আর দু’দিন পর গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

১৬ দলের ৪৮ ম্যাচে এই টুর্নামেন্ট প্রথমবারের মতো হতে যাচ্ছে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে। মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো। চারটি গ্রুপ থেকে ৮টি দল খেলবে সুপার লিগ পর্ব। আর সুপার লিগ নিশ্চিত করতে না পারা দলগুলোকে নিয়ে শুরু হবে প্লেট পর্বের খেলা। ৫ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে উইন্ডিজ যুব বিশ্বকাপের।

ইউএইচ/

Exit mobile version