Site icon Jamuna Television

হেটস্পিচ নিয়ন্ত্রণে ফেসবুককে কেন বাধ্য করা হবে না; লিগ্যাল নোটিশ

ঘৃণাবাচক শব্দ নিয়ন্ত্রণে ফেসবুককে আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা মানতে কেন বাধ্য করা হবে না, জানতে চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিমকোর্টের একজন আইনজীবী।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সাংবাদিক সেলিম সামাদসহ চার ব্যক্তি এই নোটিশ পাঠান। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ ৫ জনকে এ আইনি নোটিশ দেওয়া হয়েছে। রেজিস্ট্রার ডাকযোগে বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরটি) চেয়ার‌ম্যান, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র (জন নিরাপত্তা) সচিব ও ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নোটিশকারিদের আইনজীবী তাপস কান্তি বল।

নোটিশে অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনা করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী তিন দিনের ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওই আইনজীবী।

Exit mobile version