Site icon Jamuna Television

সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি জিনতা

স্বামী জিন গুডএনাফের সঙ্গে ফেসবুকে একটি ছবি দিয়ে মা হওয়ার খবর জানিয়েছেন প্রীতি জিনতা।

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা যমজ সন্তানের জন্ম দিয়েছেন। গর্ভ ভাড়া (সারোগেসি) পদ্ধতিতে মা হয়েছেন প্রীতি জিনতা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বামী জিন গুডএনাফের সঙ্গে ফেসবুকে একটি ছবি দিয়ে এমন খবর জানিয়েঠেছন প্রীতি জিনতা। ফেসবুকে সবাইক শুভেচ্ছা জানিয়ে প্রীতি লিখেছেন,একটা দারুণ খবর শেয়ার করতে এলাম। আমি আর জিন আনন্দে পাগল হয়ে গেছি। ভালোবাসায় আমাদের মন ভরে গেছে। কারণ, আমরা ঘরে এনেছি আমাদের দুই যমজ সন্তান জয় আর জিয়াকে। নিজেদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে তারা বেশ আনন্দিত বলেও জানান প্রীতি। এছাড়া এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়ায় চিকিৎসক, নার্স ও তাদের সারোগেটকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।

২০১৬ সালে প্রীতি নিজের বিয়ের খবর জানিয়েছিলেন। তার স্বামী জিন গুডএনাফ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একজন ব্যবসায়ী। খুব কাছের কয়েকজন বন্ধু আর পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রেই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন তারা।

Exit mobile version