Site icon Jamuna Television

দেশব্যাপী গণঅনশন করবে বিএনপি

এর আগেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণঅনশন করেছিল বিএনপি।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জ্বালানি তেল, গ্যাসের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালিত হবে।

ওই গণঅনশনে অংশগ্রহণ করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকে অনুরোধ করেন তিনি।

Exit mobile version