ছবি: সংগৃহীত।
শরৎকালে কাশফুল মানেই অন্যরকম এক আমেজ। কাশফুলের বাগান তখন রীতিমতো হয়ে ওঠে টুরিস্ট স্পট। তবে এই কাশফুলকে একটু ভিন্ন উপায়ে ব্যবহার করে দেখতে চায় পশ্চিমবঙ্গ। অনেকটা তুলার মতো দেখতে হওয়ায় কোনোভাবে এই কাশফুল দিয়ে বালিশ বানানো যায় কি না, সংশ্লিষ্টদের তা ভেবে দেখার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকার।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রশাসনিক বৈঠক ছিল মমতার। বৈঠকে উপস্থিত এক প্রশাসনিক কর্তাকে মমতা বলেন, আমার একটি আইডিয়া আছে। এই যে কাশ ফুল হয় এই রাজ্যে। দেখবে পূজার এক মাস আগে থেকে শুরু হয় তারপর আর এক মাস। এই কাশফুল উড়ে চলে যায় কোনও কাজে লাগে না। এই কাশফুল দিয়ে বালিশ এবং বালাপোষ তৈরি হতে পারে দারুণ ভাল। ওই বালিশ তো লোকে অনেক দাম দিয়েও কিনতে চাইবেন যাদের ক্ষমতা আছে। সুতরাং কাশফুলটাকে তোমরা কীভাবে ব্যবহার করতে পার দেখ তো!
বিষয়টি নিয়ে গবেষণা করার আশ্বাসও দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। কোনো রাসায়নিকের মাধ্যমে কাশফুলকে তুলার বদলে ব্যবহার করে নতুন কোনো আবিষ্কার করা যায় কি না সেটিই এখন খতিয়ে দেখবে পশ্চিমবঙ্গ।
Leave a reply