Site icon Jamuna Television

আপনার লিপস্টিকের মেয়াদ ফুরিয়েছে? বুঝবেন যেভাবে

ছবি: সংগৃহীত।

নারীদের সাজসজ্জার একটি অন্যতম উপাদান হলো লিপস্টিক। তবে অনেকদিন ব্যবহারের ফলে এর গায়ে থাকা মেয়াদোত্তীর্ণের তারিখ সম্বলিত লেভেল মুছে যাওয়ার আশঙ্কা থাকে। অন্যান্য দ্রব্যের মতো এই প্রসাধনীর মেয়াদ ফুরিয়ে গেলেও খুব বেশি পার্থক্য দেখা না দেয়ায় ওই অবস্থাতেই তা ব্যবহার করা হয়। তবে এ প্রবণতা অত্যন্ত বিপজ্জনক।

আনন্দবাজার পত্রিকা অনুযায়ী, চলুন জেনে নিই কীভাবে বুঝবেন, আপনার লিপস্টিকের মেয়াদ ফুরিয়ে গেছে।

মেয়াদ শেষ হয়ে যাওয়া লিপস্টিক ঠোঁট আর্দ্র করে না। ঠোঁটের সঙ্গে নিমেষে মিশে যেতে পারে না। এমনকি মেয়াদ পেরিয়ে গেলে লিপস্টিকের যে নিজস্ব গন্ধ সেটি আর থাকে না। এ ক্ষেত্রে লিপস্টিকের গায়ে লেখা মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখটি মাথায় রাখুন, যাতে তা মুছে গেলেও ব্যবহার করা না হয়। প্রয়োজনে ছবিও তুলে রাখতে পারেন।

মেয়াদ ফুরিয়ে যাও‌য়া লিপস্টিকে ল্যানোনিনের অত্যন্ত সক্রিয় উপস্থিতি থাকে। ল্যানোনিনের শক্তিশালী শোষণ ক্ষমতা বাতাস থেকে ব্যাকটিরিয়া, ভাইরাস শোষণ করে ঠোঁটে জমা করে। লিপস্টিক পরে খাওয়ার সময় সেগুলি আমাদের শরীরে প্রবেশ করে। যার ফলে শরীরে নানা রকম অসুস্থতা দেখা যায়।

Exit mobile version