Site icon Jamuna Television

সন্তান কোলে নিয়ে তৃতীয় বিয়ে সারলেন পূজা

ছবি: সংগৃহীত।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ক’দিন থেকেই তাকে নিয়েই চর্চা হচ্ছে। কারণ সন্তান কোলে নিয়ে বিয়ে করছেন তিনি। এখন অবশ্য সেই আনুষ্ঠানিকতাও শেষ। ছেলেকে কোলে নিয়েই সামাজিক বিয়ের কাজ সেরে ফেলেছেন পূজা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, পূজার তৃতীয় বিয়ে এটি। তবে শেষ দু’বারের স্বামী একজনই কুণাল বর্মা। মঙ্গলবার (১৬ নভেম্বর) গোয়াতে বিয়েটি সেরেছেন তিনি। বিয়ের আসরে ছিলেন শুধু ঘনিষ্ঠজনরাই। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে পূজা লিখেছেন, নতুন করে বিয়ে করলাম আবার। কুণাল বর্মা পতিদেব।

এটি ছাড়াও ইনস্টাগ্রামে আরও দু’টি ছবি পোস্ট করেছেন পূজা। সেখানে তিনি লিখেছেন, বিয়ের পরের সকাল। নিজেকে নতুন লাগছে। ছবিতে দেখা যায় খোলাচুল, গাঢ় লাল সিঁদুরে সিঁথি আর গোলাপি শাড়িতে নতুন বউয়ের মতোই সেজে আছেন অভিনেত্রী।

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের কারণ কোনও দিনই জানাননি অভিনেত্রী। তবে একটা বিষয় সবারই জানা। প্রথম বিয়েতে থাকাকালীনই কুণালের প্রেমে পড়েছিলেন পূজা।

Exit mobile version