Site icon Jamuna Television

‘সারাদেশেই অনুপ্রবেশকারীদের দিয়ে মনোনয়ন বাণিজ্য’

টাকার বিনিময়ে প্রয়াত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী হাদীকে চাঁদপুরের হাজীগঞ্জের নির্বাচনে নৌকা প্রতীক দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন থানা আওয়ামীলীগ নেতা আকতার হোসেন। এমনকি সারাদেশেই অনুপ্রবেশকারীদের দিয়ে রমরমা মনোনয়ন বাণিজ্য করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কতিপয় আওয়ামীলীগ নেতা বিশেষ সুবিধা নিয়ে অনুপ্রবেশকারীদের নির্বাচনে মনোনয়ন দিয়েছে।

সাবেক বিএনপি নেতাদেরও ইউপি নির্বাচনে পুনর্বাসিত করা হচ্ছে বলে দাবি করেছেন এই আওয়ামী লীগ নেতা। সংবাদ সম্মেলনে তিনি ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত না করার আহ্বানও জানান দলটির শীর্ষ নেতাদের প্রতি।

Exit mobile version