Site icon Jamuna Television

এবার কুকুরের জন্য তৈরি হলো ফোন

কুকুর হয়তো আপনার বিশ্বস্ত সঙ্গী কিন্তু কখনো কি ভেবেছেন আপনার কথা মনে হলে সে আপনাকে কল করতে পারে কিনা?

একজন স্কটিশ অ্যাকাডেমিক এমন একটি ডিভাইস বানিয়েছেন যেটি দিয়ে কুকুর শুধু একটি বল ঝাঁকিয়ে তার মালিককে ভিডিও কল করতে পারে। খবর বিবিসি’র।

বলটি একটি অ্যাক্সিলোমিটারের সাথে লাগানো থাকে যা নড়াচড়া টের পেলে কল সংযুক্ত করে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে এই ডিভাইসের নির্মাতারা বলেছেন, এটি পোষা প্রাণীদের একা থাকার উদ্বেগ কমাবে।

Exit mobile version