Site icon Jamuna Television

এক বছরেই উজাড় আমাজনের ২২ শতাংশ

বনাঞ্চল উজাড় হওয়া অঞ্চল অন্তত ১৭টি নিউইয়র্ক শহরের সমান।

এক বছরে ব্রাজিলের আমাজন ২২ শতাংশ বনাঞ্চলে উজাড় হয়েছে। যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দেশটির মহাকাশ গবেষণা সংস্থা, আইএনপিই প্রকাশ করেছে এ ভয়াবহ তথ্য। তারা জানায়, ২০২০ সালের আগস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত তোলা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করা হয়েছে। এ সময়ের মধ্যে ১৩ হাজার ২৩৫ কিলোমিটার এলাকায় অবৈধভাবে বৃক্ষনিধন করা হয়েছে।

নিধন হওয়া অঞ্চল অন্তত ১৭টি নিউইয়র্ক শহরের সমান। অথচ মাত্রই শেষ হওয়া জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি সিক্সে ২০২৮ সাল নাগাদ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ব্রাজিল। দেশটিতে ক্ষমতাসীন কট্টর ডানপন্থি সরকারের লক্ষ্য, সংরক্ষিত বনাঞ্চলে খনির সংখ্যা আর বাণিজ্যিক কৃষিকাজ প্রসারিত করা।

Exit mobile version