Site icon Jamuna Television

দুপুরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। বিশ্বকাপের হতাশা ভুলে পাকিস্তানের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া টাইগাররা। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে দুপুর দুইটায়।

সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বাবর আজম বাহিনী এগিয়ে থাকলেও হোম অব ক্রিকেটের অতীত রেকর্ড কথা বলছে টাইগারদের হয়েই।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ছোট ফরম্যাটের ক্রিকেটে সিরিজ জিতেই বিশ্বকাপে গিয়েছিল মাহমুদউল্লাহরা। তাই নিজেদের কন্ডিশন আর মিরপুরের চেনা উইকেটে আবারও সেরা ফর্মে ফেরার পালা টাইগারদের। আজকের ম্যাচে অভিষেকের অপেক্ষায় সাইফ হাসান ও ইয়াসির রাব্বি। ফেরার মঞ্চ রাঙাতে প্রস্তুত নাজমুল শান্ত।

শুক্রবার প্রথম টি-টোয়েন্টির পর একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুই ম্যাচ। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।

ইউএইচ/

Exit mobile version