Site icon Jamuna Television

‘মাথায় হাড় নেই, চাপ দিবেন নাহ’; বাড়ি ফিরলেন সেই আকিব

ছবি: সংগৃহীত

সব শঙ্কা কাটিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন সেই মাহাদি আকিব। হাঁটছেন, কথাও বলছেন। কুমিল্লায় নিজ বাড়িতে সুরক্ষিত কক্ষে রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের এই শিক্ষার্থীকে। যেনো ইনফেকশন না হয় সেজন্য আকিবের কক্ষে বাইরের কারও প্রবেশ নিষেধ।

ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের জের ধরে হামলায় গুরুতর জখম হন আকিব। মাথা থেঁতলানো অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অনেকে ছেড়েই দিয়েছিলেন মাহাদি আকিবের বাঁচার আশা। হামলায় গুরুতর আহত সেই আকিব হাঁটতে পারছেন, কথাও বলছেন। প্রায় তিন সপ্তাহ চিকিৎসা নিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ছাড়পত্র পাবার পর তাকে নেয়া হয় কুমিল্লার নিজ বাড়িতে।

চিকিৎসকরা জানিয়েছেন, বাড়িতে থেকেই আকিবের পরবর্তী চিকিৎসা হবে। তবে তাকে রাখতে হবে সুরক্ষিত কক্ষে। যেনো ইনফেকশন না হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগের থেকে এখন অনেক ভালো অনুভব করছে আকিব। স্বাস্থ্যের আরও উন্নতি হলে পরবর্তী অস্ত্রোপচার হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৯ অক্টোবর রাতে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে পরদিন শুক্রবার এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি আকিবের ওপর হামলা করা হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার সময় পুরো মাথা ছিল থেঁতলানো। মাথায় ব্যান্ডেজ করে চিকিৎসকরা লিখে দেন, ‘হাড় নেই, চাপ দেবেন না’।

ইউএইচ/

Exit mobile version