Site icon Jamuna Television

আশুলিয়ার পলাতক আসামি ইউপি মেম্বার গ্রেফতার

গ্রেফতারকৃত ইউপি মেম্বার মোমতাজ উদ্দিন মোন্তা।

সাভার প্রতিনিধি:

অবশেষে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইউপি সদস্য মোমতাজ উদ্দিন মোন্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার মমতাজ উদ্দিন মোন্তা আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য। তিনি দীর্ঘ দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের হওয়া মামলায় পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়া থানা পুলিশ শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ নিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, তার নামে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত মোন্তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

Exit mobile version