Site icon Jamuna Television

টস জিতে ব্যাট নিয়েই উইকেটের পতন বাংলাদেশের

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আর শুরুতেই ওপেনার মোহাম্মদ নাঈমের উইকেট হারিয়েছে টাইগাররা। হাসান আলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করেই ফিরে গেছেন এই বাঁহাতি।

এর আগে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, এই সিরিজের মাধ্যমেই বিশ্বকাপ ব্যর্থতা মুছে দিতে চায় তার দল। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ভালো সংগ্রহ জমা করতে চান তিনি।

অন্যদিকে বাবর আজম বলেন, রান তাড়ার ক্ষেত্রে ১৪০-১৫০ এর মধ্যে বাংলাদেশকে আটকে রাখতে পারলেই সন্তুষ্ট হবেন তিনি।

বাংলাদেশ একাদশঃ ১। মোহাম্মদ নাইম, ২। সাইফ হাসান, ৩। নাজমুল হোসেইন শান্ত, ৪। মাহমুদউল্লাহ (অধিনায়ক), ৫। আফিফ হোসেইন, ৬। নুরুল হাসান সোহান, ৭। শরিফুল ইসলাম, ৮। তাসকিন আহমেদ, ৯। আমিনুল ইসলাম, ১০। মেহেদী হাসান, ১১। মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশঃ ১। বাবর আজম, ২। মোহাম্মদ রিজওয়ান, ৩। ফখর জামান, ৪। হায়দার আলি, ৫। শোয়েব মালিক, ৬। খুশদিল শাহ, ৭। মোহাম্মদ নেওয়াজ, ৮। শাদাব খান, ৯। হাসান আলি, ১০। হারিস রউফ, ১১। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

Exit mobile version