Site icon Jamuna Television

যারা মদ খায়, তারা মিথ্যা বলেন না: ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে ভারতীয় মদ বিষয়ক কর্মকর্তা

ছবি: সংগৃহীত।

বিজেপি শাসিত ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় মদ কেনার ক্ষেত্রে টিকাকরণ বাধ্যতামূলক করা হয়েছে। আর এই বিষয়ে মধ্যপ্রদেশের মদ বিষয়ক আবগারির দফতরের এক কর্মকর্তার বক্তব্য, দোকানে গিয়ে টিকাকরণে সার্টিফিকেট দেখাতে হবে না খদ্দেরদের। শুধু মুখে বললেই চলবে যে তারা টিকার দু’টি ডোজ নিয়েছে। কারণ, সেই কর্মকর্তার যুক্তি, যারা মদ খায়, তারা মিথ্যা কথা বলে না। খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি মধ্যপ্রদেশে খান্ডওয়া জেলা প্রশাসন নির্দেশিকা জারি করেছে, যারা টিকার দুই ডোজ নিয়েছে, শুধু তাদেরই মদ বিক্রি করা যাবে। তবে সেই নির্দেশিকায় ‘মৌখিক সার্টিফিকেটের’ কোনও উল্লেখ ছিল না।

তবে সেই বিষয়ে খান্ডওয়া জেলার আবগারি কর্তা আরপি কিরারের বক্তব্য, যারা মদ খায়, তারা মিথ্যা কথা বলে না। তিনি বলেন, ভ্যাকসিনেশনের কোনও প্রমাণের প্রয়োজন নেই। শুধুমাত্র মৌখিকভাবে সম্পূর্ণ টিকা নেওয়ার আশ্বাসই যথেষ্ট। যারা সুরা (মদ) পান করেন তারা মিথ্যা বলেন না।

Exit mobile version