Site icon Jamuna Television

বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বরিশাল শের- ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তঃস্বত্ত্বা নারী ও তার গর্ভের সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে মারামারির জেরে ইন্টার্ন চিকিৎকদের কমর্বিরতি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতেই কমর্বিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসক এসোসিয়েশন।

ইন্টার্নদের দাবি, কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতেই তাদের এই আন্দোলন। জানা যায়, ভোলা সদর হাসপাতালে প্রথমে ভর্তি ছিলেন খাদিজা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী। অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় শের-ই বাংলা মেডিকেলে।

অভিযোগ আছে, প্রথমে তিনটায় অস্ত্রোপচারের কথা বলা হলেও রোগীকে নেয়া হয় সন্ধ্যা ছয়টায়। সে সময় অপারেশন থিয়েটারে চিকিৎসক ছিলেন না। এক পর্যায়ে বিনা চিকিৎসায় খাদিজা ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়। পরে রোগীর ক্ষুব্ধ আত্মীয়দের সাথে ইন্টার্ন চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটে।

Exit mobile version