Site icon Jamuna Television

ব্যর্থতার চেনা পথে হেঁটে বিপর্যয়ে বাংলাদেশ

ক্যাচ তুলে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপ ব্যর্থতাকে পাকিস্তান সিরিজে মুছে ফেলার প্রত্যয় শোনা গিয়েছিল টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে। কিন্তু খেলায় এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না সেই প্রত্যয়ের প্রতিচ্ছবি। উল্টো ব্যর্থতার চেনা পথেই হাঁটছে বাংলাদেশের টপ অর্ডার। পাওয়ার প্লেতেই টাইগারার হারিয়েছে ৩ উইকেট। আর তারপর বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই হাসান আলির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে আউট হন মোহাম্মদ নাঈম। তারপর সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ইনিংসে বড় আঘাত হানেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। দলে আসা নতুন দুই ব্যাটারও পারলেন না সুযোগের সদ্ব্যবহার করতে। পূর্বসূরী টপ অর্ডার ব্যাটারদের মতোই পাওয়ার প্লের সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। উল্টো সাজঘরে ফিরে দলকে ফেলে দিয়েছেন ব্যাকফুটে। সুবিধা করতে পারছে না মিডল অর্ডারও। মোহাম্মদ নেওয়াজের বলে মাহমুদউল্লাহ বোল্ড হয়েছেন মাত্র ৬ রান করে।

নাজমুল হোসেন শান্ত ৭ ও সাইফ হাসান আউট হন ১ রানে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে মাত্র ৪০ রান।

Exit mobile version