Site icon Jamuna Television

বাংলাদেশে সবাই ধর্মীয় ও রাজনৈতিক সুযোগ-সুবিধা পাবে: পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি ফাইল ছবি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, এই বাংলাদেশ শুধু পুল-সেতুর বাংলাদেশ নয়। মসজিদ, মন্দির, গীর্জা সকল কিছু মিলে বাংলাদেশ। সকল মানুষ ধর্মীয় মর্যাদা ও রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে বাস করবে। এটিই সংবিধানের কথা।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে মৌলভীবাজার পৌরসভার বাস্তবায়নে মনুনদীর পার সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে, ল্যান্ডস্ক্যাপিং, রাস্থা ও সৌন্দর্যবর্ধনকরণ।

পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনীতিতে প্রধান চর্চা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনের বিকল্প পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি। নির্বাচন করবেন না বলতে পারে। কিন্তু নির্বাচনে কেউ বাধা দিতে পারে না।

Exit mobile version