Site icon Jamuna Television

বাবর-রিজওয়ানের স্ট্যাম্প উপড়ালেন তাসকিন-মোস্তাফিজ

বাবর আজমকে বোল্ড করে উড়ছেন তাসকিন।

বাংলাদেশের দেয়া ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের চোখ ধাঁধানো ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান। দুর্দান্ত ফর্মে থাকা রিজওয়ানকে এবার সিম বোলিংয়ের দারুণ প্রদর্শনীতে সাজঘরে ফিরতে বাধ্য করলেন মাত্র ১১ রানে। তারপর তাসকিনের বলে প্লেইড অন হয়েছেন বাবর আজম।

রিজওয়ানের ব্যাট ও প্যাডের মাঝে গ্যাপের পরিমাণ সাধারণত খুবই কম থাকে। তবে এর আগে ওয়াইড ও কাটার ব্যবহার করায় মোস্তাফিজের কাছ থেকে ইনসুইঙ্গার হয়তো আশা করেননি রিজওয়ানকে। বাবর আজমের সাথে ব্যাট করতে নামা এই ওপেনারের অফ স্ট্যাম্প উপড়ে যেন বোকাই বানালেন মোস্তাফিজ।

এখন ফখর জামানের সাথে ব্যাট করছেন হায়দার আলি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটে ২২ রান।

Exit mobile version