Site icon Jamuna Television

অন্ধ্রপ্রদেশে আকস্মিক বন্যায় নিহত ৩, নিখোঁজ ৩০

ছবি: সংগৃহীত।

ভারতের অন্ধপ্রদেশের কারাপ্পা জেলার ছেয়েরু নদীতে হওয়া আকস্মিক বন্যায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৯ নভেম্বর) কার্তিক পূর্ণিমা উপলক্ষে ছেয়েরু নদীর পাশে স্থানীয়রাসহ জমায়েত হয়েছিলেন বহু মানুষ। ওই সময় হঠাৎ নদীর পানি উপচে পড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সাথে সাথেই প্লাবিত হয় আশপাশের অঞ্চল।

পরে উদ্ধারকারী দল তিনজনের মরদেহ উদ্ধার করেন। এখনও প্রায় ৩০ জন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে চলছে অভিযান।

এদিকে, আকস্মিক এই বন্যার পেছনে ত্রুটিপূর্ণ বাঁধকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। জেলার পেনে নদীর উপনদী ছেয়েরুতে বাঁধ তৈরি করা হয়েছিলো আন্নামায়া সেচ প্রকল্পের জন্য। সেই বাঁধের নির্মাণগত কিছু ত্রুটি এবং বেশ কিছু অনিয়মের কারণেই এই ঘটনার সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version