Site icon Jamuna Television

আইন প্রত্যাহার করলেও আন্দোলন চালিয়ে যাবেন ভারতের কৃষকরা

ছবি: সংগৃহীত

বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণায় ভারতীয় কৃষকরা খুশি হলেও চালিয়ে যেতে চান চলমান আন্দোলন। আইনে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবেন তারা।

ভারতীয় কৃষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেন, অবশ্যই আমরা আন্দোলন চালিয়ে যাবো। শুধু মোদির কথাও ওপর ভরসা করে সড়ক ছেড়ে যেতে পারি না। সরকার যদি এই সংকটের স্থায়ী সমাধান চায় তাহলে অবশ্যই আমাদের সাথে বসতে হবে এবং আইন করে তা বাতিল করতে হবে। কাগজ হাতে না পাওয়া পর্যন্ত দাবি আদায়ে অনড় আমরা।

গতবছর সেপ্টেম্বরে বিতর্কিত ৩টি বিল সংশোধনের মাধ্যমে আইনে পরিণত করা হয়। এরপর থেকেই দিল্লি-পাঞ্জাব-হরিয়ানা-উত্তর প্রদেশ-রাজস্থানে শুরু হয় আইনগুলো বাতিলের দাবিতে তীব্র আন্দোলন।

এর প্রায় একবছর পর আজ শুক্রবার (১৯ নভেম্বর) আইন ৩টি প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরু নানকের জন্মদিন উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান তিনি।

Exit mobile version