Site icon Jamuna Television

ভিকি-ক্যাটরিনার বিয়েতেই প্রকাশ্যে আসবে বলিউডের নতুন আরেক জুটি?

ছবি: সংগৃহীত।

কড়া নাড়ছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ে। ভক্তেরা যতই চর্চায় মশগুল হোক, এখনও পর্যন্ত মুখে কুলুপ খোদ পাত্র-পাত্রীর। যদিও বলিপাড়া জুড়ে আপাতত নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, ‘ভিক্যাট’-এর বিয়ের দিনেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চলেছেন বলিউডের আরও এক তারকা-জুটি। জানেন, তারা কারা?

কৌতূহল বাড়ছে তো? কয়েকটি সূত্র দেওয়া যাক বরং!

এই প্রেমিক-প্রেমিকা যুগল সম্প্রতি একটি ছবি করেছেন। জুটি হিসেবে দর্শকের প্রশংসাও পেয়েছেন তারা।

শোনা যায়, মলদ্বীপেও ছুটি কাটাতে গিয়েছিলেন দু’জনে। তবে একসাথে ছবি না দিলেও একই সময়ে ও একই জায়গার ছবি দু’জনের ইনস্টাগ্রামে। দু’য়ে দু’য়ে চার করতে দেরি হয়নি অনুরাগীদের।

ইনস্টাগ্রামেও তাদের খুনসুটিও কারও নজর এড়ায়নি।

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে বাকি নেই কাদের কথা হচ্ছে! সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। শোনা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার বিয়েতে তাদের ঘনিষ্ঠ বন্ধুরা মাতবেন নাচে-গানে। সেই তালিকায় যোগ হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার নাম। জুটি হিসেবেই নাকি একসঙ্গে মঞ্চে আসবেন দু’জনে। তাঁদের ছবি ‘শেরশাহ’-র গানে নাচতে দেখা যাবে সিদ্ধার্থ-কিয়ারাকে।

পর্দা পেরিয়ে আরও এক ধাপ। এ বার নাকি পর্দা সরিয়ে নিজেদের সম্পর্ককেই প্রকাশ্যে আনবেন এই চর্চিত জুটি! খবর এখনও তেমনটাই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version