Site icon Jamuna Television

পাকিস্তানে লুকিয়ে থাকা আফগান প্রমীলা ফুটবলারদের উদ্ধার করলেন কিম কার্ডাশিয়ান

ছবি: সংগৃহীত

চলতি বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে যায় আফগানদের মধ্যে। ওই সময় সাধারণ নাগরিকদের পাশাপাশি আফগানিস্তান প্রমীলা ফুটবল দলের খেলোয়াড়রাও সপরিবারে দেশ ছাড়েন। সাময়িক আশ্রয় নেন পাশের দেশ পাকিস্তানে। তিনমাস পর পাকিস্তান থেকে তাদের উদ্ধার করে ব্রিটেনে নিয়ে গেলেন জনপ্রিয় মার্কিন তারকা কিম কার্ডাশিয়ান, ব্রিটেনের একটি ফুটবল ক্লাব ও একজন ইহুদি রাবি (ধর্মগুরু)। খবর এনবিসি নিউজের।

প্রতিবেদন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) প্রমীলা ফুটবল দলের দলের ৩৫ জন খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে মোট ১৩০ জন পূর্ব লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছেছেন। এতদিন তারা পাকিস্তানে ছিলেন। অস্থায়ী ভিসায় মাসের পর মাস কাটাতে হচ্ছিলো। এই পরিস্থিতিতে তাদের লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি সামলান কিম।

আপাতত তাদের ১০ দিনের জন্য একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তারপরই শুরু হবে তাদের নতুন জীবন। যেভাবে তালিবানকে ফাঁকি দিয়ে পালাতে পেরেছেন ওই ফুটবলাররা, তাতে মুগ্ধ কিম।

এদিকে তালেবান আফগানিস্তান দখলের পরে জানিয়ে দিয়েছিল মেয়েদের ফুটবল নিষিদ্ধ করা হচ্ছে না। তবে প্রকাশ্যে আর ফুটবল খেলতে দেয়া হবে না তাদের। যদি খেলতেই হয়, লোকচক্ষুর আড়ালে খেলতে হবে।

Exit mobile version