Site icon Jamuna Television

মিরপুরের উইকেটও বুঝতে পারলেন না মাহমুদউল্লাহ!

মিরপুরের উইকেট পড়তে মাহমুদউল্লাহর ভুল। ছবি: সংগৃহীত

পাকিস্তানের কাছে লড়াই করে প্রথম টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, মিরপুরের উইকেটকেও বুঝতে ভুল করেছিলেন তিনি। প্রকারান্তে এবার কি সফরকারীদের চেয়েও নিজেদের ঘরের মাটিকে কম বুঝলেন স্বাগতিক অধিনায়ক?

ম্যাচে পরাজয়ের পর অধিনায়ক মাহমদউল্লাহ বলেন, টস জিতে যখন ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন উইকেটকে ব্যাটিংয়ের উপযোগীই মনে হয়েছিল। তবে পরে দেখা গেল, সেখানে বোলারদের জন্যও সহায়তা ছিল। আশা করি, আগামীকালের ম্যাচে আমরা আরও পরিকল্পনা নিয়ে খেলতে পারবো।

ব্যাটিং ব্যর্থতার পরও ম্যাচে ফিরে আসা, কিন্তু সেই ছন্দ কাজে লাগাতে না পারা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, এই কন্ডিশনে ১৪০ রান ভালো স্কোর। তবে ১২৭ রানের পুঁজি নিয়ে ম্যাচে ফেরার জন্য যেমন শুরুতেই আঘাত হানা প্রয়োজন ছিল আমাদের, সেটা দারুণভাবেই করেছেন মোস্তাফিজ, তাসকিন ও মেহেদী। আমরা জয়ের বেশ কাছেই চলে গিয়েছিলাম। কিন্তু কৃতিত্ব দিতে হয় তাদের শেষ ব্যাটারকে। ওদের দৃঢ়তায়ই আমাদের হারতে হলো।

Exit mobile version