Site icon Jamuna Television

মুশফিককে কারণ দর্শানোর নোটিশ দিলো বিসিবি

ছবি: সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ম্যানেজমেন্ট নিয়ে গণমাধ্যমে কথা বলায় এই উইকেটরক্ষক-ব্যাটারকে তলব করেছে বিসিবি।

পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয় মুশফিককে। কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা। তবে এই কথার আপত্তি জানান মিস্টার ডিপেন্ডেবল।

মুশফিক বলেন, বিশ্রাম নয় বরং খেলতেই চেয়েছিলেন তিনি। সেই সময় টিম ম্যানেজমেন্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে কিছু প্রশ্ন তুলেন মুশফিকুর রহিম। এসব মন্তব্য করে মুশফিক আচরণবিধি ভেঙেছেন বলেই মনে করছে বিসিবি। যে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে, বিশ্বকাপে লাগাতার ব্যর্থতার পাশাপাশি বিতর্কিত মন্তব্যে সময়টা মোটেই ভালো যাচ্ছে না তারকা এই ব্যাটারের।

Exit mobile version