Site icon Jamuna Television

শীতে গরম কাপড় নামাতে শুরু করেছেন? ব্যবহারের আগে জেনে নিন টিপস

ছবি: সংগৃহীত।

ইতোমধ্যেই প্রকৃতিতে হাজিরা দিয়েছে শীত। ভোরের আবছা কুয়াশা জানান দিচ্ছে, এবার গরম কাপড় নামানোর সময় হয়েছে। তবে এতদিন ধরে বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকার পর কীভাবে এসব কাপড় ব্যবহার করবেন? চলুন জেনে নিই-

সোয়েটার, মাফলার ভাল রাখতে: পরার আগে উলের তৈরি জামাকাপড় এক বার কেচে নিলে ভাল। এ ক্ষেত্রে বাড়িতে কেচে নেয়াই ভাল। সোয়েটার, মাফলারের মতো উলের জামাকাপড়ের সাথে অন্য জামাকাপড় কাচবেন না। এতে রোঁয়া উঠে যাওয়ার আশঙ্কা থাকে। কেচে চড়া রোদে এই ধরনের জামাকাপড় শুকোতে দেবেন না। তা হলে রং চটে যেতে পারে।

লেপ-কম্বল ভাল রাখতে: এগুলি সাধারণত শিমুল তুলোর তৈরি। কাচাকুচির বদলে তাই লেপ কম্বল রোদে দেয়া ভাল। সপ্তাহে অন্তত এক থেকে দু’বার লেপের ঢাকা বদলে নিন। কম্বল যদি তুলোর তৈরি না হয়, সেক্ষেত্রে শ্যাম্পু গোলা জলে কম্বল কাচতে পারেন। শীতে ব্যবহারের আগে একবার রোদে দিয়ে নিতে পারেন।

কাঁথা ভাল রাখতে: কাঁথা কাচার আগে পানিতে ডিটারজেন্ট মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। তার পরে কাঁথা কাচুন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version