Site icon Jamuna Television

ভক্তের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে আলোচনায় আব্রাহাম

ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জন আব্রহাম। ক্যারিয়ারে করেছেন অনেক ব্যবসাসফল সিনেমা। বেশকিছু দিন ধরে নতুন সিনেমার জন্য আলোচনায় রয়েছেন। সম্প্রতি ভিডিও করার সময় এক ভক্তের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নতুন করে আলোচনায় এসেছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  

এতে দেখা যাচ্ছে, দুই তরুণ মোটরসাইকেলে বসে মোবাইল দিয়ে জনের হেঁটে আসার ভিডিও করছেন। আর কাছে আসতেই তাদের হাত থেকে ফোন ছিনিয়ে নেন জন আব্রাহাম। তবে এরপর যা করলেন তা হয়তো ওই দুই ভক্ত ভাবতেও পারেননি। সেলফি ক্যামেরার দিকে তাকিয়ে সবার কুশল জিজ্ঞাসা করেন। তারপর ফোন ফিরিয়ে দেন তিনি।

জনের এই কাণ্ডকে অনেকেই প্রশংসা করছেন। তারকা হয়েও এমন সৌজন্যবোধের কারণে মাটির মানুষ, ভালো মনের লিখে মন্তব্য করছেন ভক্তরা। ভিডিও পোস্টের কমেন্ট সেকশনে ভক্তরা জনের প্রশংসা করে লেখেন, তিনি খুবই নম্র। ভক্তরা কমেন্ট করছেন একজন প্রেমিক ও দারুণ অভিনেতা হিসেবে।

Exit mobile version