Site icon Jamuna Television

বেড়েছে করোনা, অস্ট্রিয়ায় আবার লকডাউন

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় অস্ট্রিয়ায় আবারও লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দেশটিতে দৈনিক গড়ে ১০ হাজার করে আক্রান্ত শনাক্ত হচ্ছে।

স্থানীয় সময় সোমবার থেকে কার্যকর হবে কড়াকড়ি। প্রাথমিকভাবে ১০ দিনের জন্য দেয়া হচ্ছে লকডাউন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

লকডাউনের কারণে বন্ধ থাকবে সব ধরনের বার এবং রেস্তোরাঁ। অনলাইনের মাধ্যমে চলবে শিক্ষা কার্যক্রম। এর পাশাপাশি আগামী ফেব্রুয়ারি থেকে দেশটির সব নাগরিকের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

Exit mobile version